বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি ও বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি মরহুম সাংবাদিক হাফেজ খলিলুর রহমানের রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ ৯ জানুয়ারি বাদ আসর বরিশাল নূরিয়া স্কুল সংলগ্ন কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক বর্তমান’র বরিশাল ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের আইন উপদেষ্টা অ্যাডভোকে মনির হোসেন খান এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মোঃ শাহাবুদ্দিন। দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা আবুল কাসেম।
এছাড়া উপস্থিত ছিলেন মরহুম খলিলুর রহমানের সহযোদ্ধা দৈনিক সময়ের বার্তা’র বাকেরগঞ্জ প্রতিনিধি প্রতিনিধি বিএম রেজাউল, বরিশাল বাণীর বার্তা সম্পাদক এম সাইফুল, ভোরের আকাশ’র সাংবাদিক মাসুদ রানা, ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক রানা সহ প্রায় অর্ধশাতধিক সদস্য উপস্থিত ছিলেন। এ সময় দৈনিক শাহনামার ফটো সাংবাদিক আশ্রাফ সুমনের সুস্থাতা কামনায়ও দোয়া করা হয়।
দোয়া মোনাজাতের পূর্বে মরহুম সাংবাদিক খলিলুর রহমানকে স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, হাফেজ মোঃ খলিলুর রহমান সাংবাদিকতার অঙ্গনে একজন পরিচিত ও সম্মানিত মুখ ছিলেন। স্থানীয় সংবাদ সংগ্রহ ও জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকার জন্য তিনি সহকর্মী ও পাঠকদের কাছে সমাদৃত ছিলেন।
তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সভায় মরহুম খলিলুর রহমান এর পরিবারের পাশে সার্বিক সহযোগিতা ও সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, হাফেজ খলিলুর রহমান গত ২৪ ডিসেম্বর রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়।

