Nabadhara
ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত পত্নীতলার ওসি আসাদ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 
জানুয়ারি ১১, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 

ডিসেম্বর ২০২৫ মাসের সার্বিক কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ নওগাঁ জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।

শনিবার (১০ জানুয়ারি) নওগাঁ পুলিশ লাইনসের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সভায় নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে ওসি আসাদুজ্জামান আসাদের নাম শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়।

পরে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শ্রেষ্ঠ ওসি হিসেবে আসাদুজ্জামান আসাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, “এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। পত্নীতলা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই অর্জন এককভাবে আমার নয়, থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল।”

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।