Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।

উঠান বৈঠকে শত শত নারী-পুরুষ ভোটার অংশগ্রহণ করেন। এ সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঠালিয়া ক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মো. শহিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।