Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জয়পুরহাটে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জয়পুরহাট প্রতিনিধি 
জানুয়ারি ১২, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের কালাই উপজেলায় শহীদ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্থানীয় শিক্ষার্থীরা সোমবার (১২ জানুয়ারি) কালাই বাসস্ট্যান্ড চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

কর্মসূচিতে কালাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। যদিও কর্মসূচিটি শান্তিপূর্ণ ছিল, তবুও এতে শক্তিশালী প্রতিবাদের বার্তা প্রকাশ পেয়েছে।

শিক্ষার্থীরা বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার একজন সংগঠক। তার হত্যাকাণ্ড কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, সমাজের বিবেকের উপর আঘাত। বিচার দীর্ঘায়িত হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।দ

সংক্ষিপ্ত বক্তব্যে তারা উল্লেখ করেন:“বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের সাহসী করে তুলছে। যদি দ্রুত এই হত্যার বিচার না হয়, ভবিষ্যতে এমন অপরাধ আরও বাড়বে। আমরা আর কোনো শহীদ দেখতে চাই না।”

শিক্ষার্থীরা দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রকার গাফিলতি চলতে দেওয়া হবে না।

কর্মসূচির মাধ্যমে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন।

এই ঘটনায় কালাইয়ে জনমনে ন্যায়বিচারের প্রত্যাশা আরও জোরালো হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।