Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে গোয়েন্দা পুলিশের অভিযানে পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীর শাহ্‌মখদুম থানা এলাকার সিলিন্দা বটতলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ৩ থেকে ৪ জনের একটি ছিনতাইকারী দল সিলিন্দা বটতলা এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সন্দেহজনক একটি বস্তু ফেলে যায়।

পরে ডিবি পুলিশের একটি দল স্থানীয় নাইট গার্ডদের সহযোগিতায় আওয়ামী লীগ অফিসের পূর্ব পার্শ্বের ফাঁকা স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ সময় পিস্তলের সঙ্গে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত পিস্তলের গায়ে ইংরেজিতে “MADE IN USA”লেখা রয়েছে।

পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।