Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজি ও নিপীড়নের রাজনীতি চলবে না — রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি 
জানুয়ারি ১৩, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি 

গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁন জানিয়েছেন, চাঁদাবাজি, জুলুম ও নিপীড়নের রাজনীতি এই অঞ্চলে আর চলবে না। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, ফেব্রুয়ারীতে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশকে কেউ পিছনে নিয়ে যেতে পারবে না।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাশেদ খাঁন বলেন, “আমাকে নানা হুমকি দেওয়া হয়েছে, তবে আমি ষড়যন্ত্রের জবাব দিতে চাই না। আমি সবাইকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই।”

রাশেদ খাঁন আরও জানান, তিনি ঝিনাইদহের সন্তান এবং ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। সেই সময়ে তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়ে ১৮ দিন রিমান্ডে থাকার পরও হাল ছাড়েননি। পরবর্তীতে তিনি তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রসংঘাতের আন্দোলনে কাজ শুরু করেন এবং ঝিনাইদহ-৪ থেকে বিএনপির মনোনয়ন পান।

তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার সাথে সবাই মিলেমিশে কাজ করবেন। চাঁদাবাজি, জুলুম ও নিপীড়নের রাজনীতি আর চলবে না। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। অফিস-আদালত থেকে দূর্নীতি বন্ধ করা হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

রাশেদ খাঁন আশা প্রকাশ করেছেন, তারেক রহমানের নেতৃত্বে দলের আদর্শের প্রতি যারা বিশ্বাস রাখেন তারা একত্র হয়ে এলাকার মানুষের জন্য উন্নয়ন ও সংস্কারের কাজ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।