Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলা শ্রেষ্ঠ জাহিদ তাহসিন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছেন পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র জাহিদ তাহসিন।

সোমবার (১২ জুন) দিনব্যাপী নরসিংদীর ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে হামদ প্রতিযোগিতায় জাহিদ তাহসিন জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া পলাশ উপজেলার স্থানীয় প্রতিযোগিতায়ও তার ১ম স্থান নিশ্চিত হয়েছে।

জাহিদ তাহসিন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের মো: শাখাওয়াত হোসেন সাকুর ছেলে। তিনি এর আগে ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে ঢাকা বিভাগেও অংশগ্রহণ ও ১ম স্থান অর্জন করেছিলেন।

ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়দুর রহমান তালুকদার আজাদ জানান, “জাহিদ তাহসিনের এই সাফল্যে আমরা গর্বিত। আশা করি, ঢাকা বিভাগীয় প্রতিযোগিতাতেও সে শ্রেষ্ঠত্ব অর্জন করবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।