বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল শহরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এহতেশামুল ইসলাম। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনারুল হক জানান, গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মশিউর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মশিউর রহমান দেহেরগতি ইউনিয়নের একজন জনপ্রিয় ও স্পষ্টভাষী চেয়ারম্যান হিসেবে পরিচিত। স্থানীয়দের ভাষ্য, তিনি একজন সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় সুনাম অর্জন করে আসছিলেন।
তাঁর গ্রেপ্তারের খবরে বাবুগঞ্জসহ আশপাশের এলাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাধিক সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে অনেকে এটিকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় মশিউর রহমান সব সময় সরব ছিলেন। তাঁকে গ্রেপ্তারের ঘটনায় তাঁরা হতাশ ও বিস্মিত।

