Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সেনা অভিযানে গ্রেফতার ৩

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ এক মাদক ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি, একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার হয়।

বুধবার (১৪ জানুয়ারি) ভোরে সাতক্ষীরা শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে সাতক্ষীরা সেনা ক্যাম্প থেকে জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, শীর্ষ মাদক ব্যবসায়ী শহরের পলাশপোল এলাকার আমিনুল ইসলামের ছেলে  ইয়াসিন আরাফাত (২৫), কামালনগরের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাকিব হোসেন (২০) ও  একই এলাকার মৃত্যু মুকুল হোসেনের ছেলে মোঃ মুরাদ হোসেন (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সকালে সেনা ক্যাম্পের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইয়াসিন আরাফাত সাতক্ষীরার অন্যতমদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালান এর অভিযোগ রয়েছে। এছাড়া,বাকী দুজন ইয়াছিনের সহযোগি।

তিনি বলেন, সন্ত্রাসী ,মাদক, চোরাকারবারী ও আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।