Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে লুণ্ঠিত ২০টি গরুর মধ্যে ১০টি উদ্ধার, গ্রেপ্তার ২

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে শাহ আলম ডেইরি ফার্ম থেকে লুণ্ঠিত বিভিন্ন প্রজাতির ২০টি গরুর মধ্যে ১০টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মণির ও সোহাগ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ভোরে সোনাগাজী মডেল থানার এসআই নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শানন্ত করা এলাকার লতিফের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, গত ১ জানুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের পূর্ব চরসাহাভিকারী গ্রামের শাহ আলমের ডেইরি ফার্মে সংঘবদ্ধ ১০-১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত হামলা চালায়। তারা খামারের তালা ভেঙে একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মাধ্যমে বিভিন্ন প্রজাতির মোট ১৬টি গরু লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামার মালিক শাহ আলম অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে লুণ্ঠিত গরুর একটি অংশ উদ্ধার করতে সক্ষম হয়।

খামার মালিক শাহ আলম জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজ গ্রামে ডেইরি ফার্ম পরিচালনার মাধ্যমে গরু লালন-পালন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।