সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনের প্রয়াত সংসদ সদস্য, কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।
এ উপলক্ষে শওকত মোমেন স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, হামনাত (কবিতা আবৃত্তি) প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও গণভোজ।
কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান ছিলেন একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব। তিনি সখীপুর আবাসিক মহিলা কলেজ, সূর্য তরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজ, বাসাইল সরকারি জোবেদা রোবেয়া মহিলা কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। শিক্ষা বিস্তারে তার অবদান আজও স্থানীয়ভাবে স্মরণীয় হয়ে আছে।
রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, ক্রীড়া সংগঠক ও সংস্কৃতি কর্মী। সাহিত্যাঙ্গনেও তার সক্রিয় ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি সর্বশেষ ‘যুগে যুগে জন্ম নেবে’ এবং ‘তোমার জন্মদিনে অঞ্জলি লহ মোর’ গ্রন্থদ্বয়ের সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান ছিলেন জনমানুষের নেতা ও আলোকিত সমাজ গঠনের একজন নিরলস কর্মী। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

