Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নতুন বাংলাদেশ গঠনে গণভোটে অংশগ্রহণ জরুরি–কেদারপুরে জেলা প্রশাসক

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

নতুন বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের গণভোটে অংশগ্রহণের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশের ঐতিহাসিক সুযোগ পাচ্ছেন, যা একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন আচরণবিধি ও গণভোট বিষয়ক গণসচেতনতামূলক উঠান বৈঠক মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গত ১৫ বছরে অনেকেই ভোট দেওয়ার সুযোগ পাননি। তবে এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা একটি ইতিবাচক অগ্রগতি। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ হবে উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত।

তিনি আরও বলেন, পেছনের বাংলাদেশকে পেছনে ফেলে একটি নতুন বাংলাদেশ গড়তে গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি সাধারণ মানুষের মতামত শোনেন এবং ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন।

উঠান বৈঠকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নির্বাচন আচরণবিধির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি, ইউরোপীয় ইউনিয়নের (EU) নির্বাচন পর্যবেক্ষক মার্টিন স্কারবেজ ও আলেনকা চেরনি, কেদারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শফিকুল ইসলাম, ইউপি সদস্য মুসা আলীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কেদারপুর ইউনিয়ন পরিষদের সজ্জিত কমপ্লেক্স পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।