গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গণভোট ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের গৌরনদীতে যুব-নেতৃত্বাধীন স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রমে “কেমন বাংলাদেশ দেখতে চাই” সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
জাগো ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে পরিচালিত প্রজেক্ট একান্নর জাগরণে কমিউনিটি ডায়লগ জনগণের কেমন বাংলাদেশ দেখতে চাই সংলাপ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সদস্য ও তরুন সমাজ সেবক তারিকুল ইসলাম কাফী’র সভাপতিত্বে¡ আগামীর বাংলাদেশের রূপরেখা ও জনআঙ্কাক্ষা, সুশাসন ও নাগরিক দায়িত্ব এবং নির্বাচন ও প্রাসঙ্গিক গণতান্ত্রিক ভাবনা নিয়ে আলোচনা করেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হাসান, ধানডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা বেগম, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, সমাজ সেবক সুনীল চন্দ্র হালদার, আব্দুস ছালাম মাঝি সহ অন্যান্যরা।
সংলাপে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি

