Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৩ জাতীয় পার্টির দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, একক প্রার্থী গোলাম কিবরিয়া টিপু

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টির দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. ইকবাল হোসেন নিজ নিজ পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকেলে তারা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, দলীয় সিদ্ধান্তের আলোকে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। নির্বাচনে টিপুর পক্ষে মাঠে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এই দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের মধ্য দিয়ে বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির একক মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্ত হলেন আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু।

এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বরিশাল-৩ আসনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, তারা হলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন,

আমার বাংলাদেশ (এবি পার্টি) ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া,

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম,

গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী আজমুল হাসান জিহাদ।

প্রার্থীরা প্রত্যেকে সুষ্ঠু ও সহিংসতামুক্ত পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. খাইরুল সুমন বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ বদ্ধপরিকর। নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।