দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী-১ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার-এর সাথে স্থানীয় নেতাকর্মীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রস্তুতি ও কৌশল নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালীর দুমকি উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জোটের প্রার্থী ছাড়াও জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলা জামায়াতের আমির এ্যাড. নাজমুল আহসান, জেলা খেলাফত মজলিস সভাপতি মাও. আব্বাস আলী, জেলা এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি)সদস্য সচিব,ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন,, পটুয়াখালী পৌরসভা জামায়াতের আমির মাও. আবুল বাশার, পটুয়াখালী সদর উপজেলা জামায়াতের আমির মাও. হাবিবুর রহমান, দুমকি উপজেলা জামায়াতের আমির মাও. জালাল আহমেদ,দুমকি উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাও. হাবিবুর রহমান, দুমকি উপজেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক,মাও. আব্দুর রাজ্জাক, জামায়াত মনোনীত আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক নাসির,দুমকি উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মো. মাসুদ।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
১০ দলীয় জোটের প্রার্থী প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পটুয়াখালী-১ আসনের উন্নয়নে জোটের লক্ষ্যসমূহ তুলে ধরেন।

