Nabadhara
ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

জামালপুর প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকালে শহরের ফৌজদারী মোড়ে জামালপুর সদর-৫ আসনের নেতাকর্মীরা এ মাহফিলের আয়োজন করেন।

দোয়া মাহফিলে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী, আহসানুজ্জামান রুমেল, মোস্তাফিজুর রহমান আরমান, সফিকুল ইসলাম সজিব খানসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, “আজ আমরা ধানের শীষ প্রতীক পেয়েছি। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবো। দীর্ঘ সংগ্রামের পর যে বাংলাদেশ পেয়েছি, সেটিকে যদি জনগণের কল্যাণমুখী বাংলাদেশে রূপান্তর করতে চাই, তাহলে আগামী নির্বাচনে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে বিগত দিনের সব মতপার্থক্য ভুলে ধানের শীষের পক্ষে একসাথে কাজ করতে হবে। আমরা যদি ধানের শীষকে বিজয়ী করতে না পারি, তবে এটি বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি অবমাননার সমতুল্য হবে।”

এরপর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।