Nabadhara
ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য টাকা আদায়ের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

যশোর প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক তৌফিকা নূরের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, এ বছর স্কুলে শিশু ভর্তি করতে অভিভাবকদের কাছ থেকে ১৫০ টাকা নেওয়া হয়েছে।

ভুক্তভোগী অভিভাবকরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি সাধারণত ফ্রি হওয়া সত্ত্বেও, ধোপাখোলা বিদ্যালয়ে এ ধরনের অর্থ আদায় করা হচ্ছে। নাজমুল হক বলেন, “আমার ছেলেকে ভর্তি করতে ১৫০ টাকা দিতে হয়েছে, যা সরকারি নিয়মের পরিপন্থী।” অন্য অভিভাবক আবুল কালামও একই অভিযোগ করেন।

কিছু অভিভাবক আরও জানিয়েছেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে সরকারি বরাদ্দকৃত ক্ষুদ্র মেরামত ও স্লিপ ফান্ডের অর্থ তছরুপসহ বিভিন্ন অনিয়মে জড়িত রয়েছেন। অভিযোগ, বিদ্যালয়ে অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে।

প্রধান শিক্ষক তৌফিকা নূর অভিযোগ স্বীকার করে বলেন, “আমাদের স্কুলে একজন আয়া আছেন, তার বেতনের জন্য আমি টাকা নিয়েছি।”

সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম বিষয়টি জানিয়ে বলেন, “অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, স্থানীয়রা আশা করছেন, দ্রুত তদন্তের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে এবং বিদ্যালয়ে সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।