Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে আতঙ্ক: বাড়ির পাশে পড়ে থাকা গ্রেনেড উদ্ধার

রাজু দত্ত, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রাজু দত্ত, মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়ির পাশে একটি পরিত্যক্ত গ্রেনেড পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য জানানো হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের সিএনজি চালক সুলতান মিয়ার বাড়ির পাশে এই গ্রেনেডটি আবিষ্কৃত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি পুকুরে কয়েকদিন আগে মাছ ধরার সময় এটি পাওয়া যায়, তবে বুঝে না পেয়ে পাশের জমির মধ্যে একটি খাদে ফেলে দেওয়া হয়।

গ্রেনেডটি শনিবার সকালে স্থানীয় কৃষক মিন্নত আলী ঘাস কাটার সময় দেখে পতনউষার ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদকে জানায়। পরে পুলিশ এসে এলাকা লাল পতাকা দিয়ে সংরক্ষণ করে।

স্থানীয়রা ধারণা করছেন, গ্রেনেডটি বহু পুরোনো এবং সম্ভবত মুক্তিযুদ্ধকালীন সময়ের। কারণ, ওই এলাকায় অবস্থিত শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অবস্থান করত। এর আগেও গত বছর জুলাই মাসে একই গ্রামের কাছ থেকে একটি আরও গ্রেনেড উদ্ধার করা হয়েছিল।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রেখেছি। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করবেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।