গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের ধর্মপ্রাণ মানুষজন জানে বিবি খাদিজা রাঃ এর কাছ থেকে কিভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ বেতন গ্রহণ করতেন।
কিভাবে তার কর্মকর্তা হিসেবে একজন নারী ব্যবসায়ীর অধীনে তিনি কাজ করতেন। আমরা নারী স্বাধীনতা বলতে এবং একটা ধর্মপ্রাণ নারী বলতে আমরা বিবি খাদিজার মত ব্যবসায়ীকে চিনি। অতএব নারীদেরকে ধর্মের নামে যারা ঘরে আবদ্ধ করতে চায়, সেই ধর্মব্যবসায়ীদেরকে পরিচিত করে রাখবেন, চিহ্নিত করে রাখবেন। আমাদের মা-বোনদের কাছে তাদেরকে চিনিয়ে রাখবেন। আমরা চাই আমাদের মা-বোনরা বিবি খাদিজার মত কর্মঠ হবে কর্মজীবী হবে ব্যবসা করবে।
কর্মজীবী হয়ে চাকরি বাকরি করবে শিক্ষিত হবে। কিন্তু যারা তাদেরকে যারা অশিক্ষিত রাখতে চায়, ঘরে বন্ধ করে রাখতে চায়, আমরা তাদের ব্যাপারে সজাগ করে দেবো। প্রতিটি নারী ভোটারদের কাছে গিয়ে আমাদের এই বক্তব্য পৌঁছাতে হবে।
শনিবার (২৪ জানুয়ারী) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বরিশাল-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ শফিকুর রহমান শরীফ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আ.ফ.ম রশিদ দুলাল।
বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক তাসলিমা বেগম, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, গৌরনদী পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান সরদার, মোঃ জাকির হোসেন রাজা, গৌরনদী পৌর যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, গৌরনদী পৌর কৃষক দলের আহ্বায়ক কামাল লস্কর, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সরোয়ার হোসেন পান্নু, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম প্রমূখ।
জনসভায় তিনি আরো বলেন, আমাদের এই দেশের বিগত তিনটি নির্বাচনকে বিগত ফ্যাসিবাদী সরকার কখনো একতরফা করেছে, কখনো নিশি রাতের ভোট করেছে কখনো আমি- ডামি নির্বাচন করেছে। জনগণ ওই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। যে কারণে সর্বশেষ নির্বাচনের মাত্র সাত মাসের মাথায় সাধারণ জনগণ সরকারকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে।
কেউ যদি গায়ের জোরে ক্ষমতা যায়, অথবা কেউ যদি গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায় তার কি পরিণাম হয় শেখ হাসিনার করুন দশাই তার সবচাইতে বড় প্রমাণ।

