তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলায় ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার দুপুরে তিনি নিজ সংসদীয় এলাকা ভোলায় পৌঁছান।
ঢাকা থেকে বরিশাল হয়ে স্পিডবোটযোগে ভোলার খেয়াঘাটে পৌঁছালে সেখানে তাকে সংবর্ধনা জানান দলীয় নেতাকর্মীরা। পরে খেয়াঘাট থেকে শহরমুখী সড়কে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে গণসংযোগ করেন তিনি। তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুই পাশে ভিড় করেন সাধারণ মানুষ। গাড়িতে দাঁড়িয়ে পথে পথে তিনি নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।
গণসংযোগ শেষে বিকেলে শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আন্দালিব রহমান পার্থ। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনে কাজ করতে হবে।
তিনি বলেন, যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে গরুর গাড়ি প্রতীকে ভোট দেবেন। অন্যথায় “যিনি যোগ্য, যিনি ভোলার উন্নয়ন করতে পারবেন এবং ভোলার কথা জাতীয় সংসদে তুলে ধরতে সক্ষম হবেন, তাকেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।”
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

