Nabadhara
ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

ফেনী প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে স্বেচ্ছাসেবী সংগঠন নুর জাহান বেগম–এমআর খান ফাউন্ডেশন-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) উপজেলার আবদুল আজিজ খান পাঠান বাড়ির সামনে এ চিকিৎসা শিবির আয়োজন করা হয়।

শিল্পপতি মেজবাহ উদ্দিন কিসলু খানের ব্যক্তিগত অর্থায়নে আয়োজিত এই শিবিরে মোট দুই হাজার পাঁচশ’ রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ১৫০ জন রোগীকে চক্ষু অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে। বাকি ২ হাজার ৩৫০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়।

চিকিৎসা শিবিরে ১৩ জন চক্ষু চিকিৎসকসহ তাদের সহযোগীরা সেবা প্রদান করেন। শিবিরটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে শরীফ উদ্দিন খান বাবলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সোনাগাজী ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. মো. নুর উল্লাহ, সোনাগাজী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন, লাবলু খান, দাউদ খান, সমির খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, অপারেশনের জন্য নির্বাচিত ১৫০ জন রোগীর আগামী ৯ ফেব্রুয়ারি সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু অপারেশন করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় সব ওষুধও বিনা খরচে সরবরাহ করা হবে, যার সম্পূর্ণ ব্যয় বহন করবে নুর জাহান বেগম–এমআর খান ফাউন্ডেশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।