তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
আমরা প্রতিশ্রুতির নামে মানুষ কে ধোঁকা দিতে পারবো না, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে কাজের মাধ্যমে প্রমাণ করবো ইনশাআল্লাহ।
আপনারা দেখেছেন, দেখতেছেন ভোট আসলেই প্রার্থীরা নানান লোভনীয় প্রতিশ্রুতি নিয়ে মানুষকে বোকা বানাতে চায়, আমরা সেটা করবো না, আমরা উন্নয়নের মাধ্যমে প্রমাণ দেখাবো বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভোলা সদর আসনের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম।
কাচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ২৪শে জানুয়ারী সন্ধ্যায় পরানগঞ্জ দাখিল মাদ্রাসার মাঠে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি।
এ সময় নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থের অভাব নেই আছে চরিত্রের অভাব। বাংলাদেশের সম্পদ দিয়ে বাংলাদেশ কে উন্নত করা যায় কিন্তু লোভের কারনে হচ্ছে না।
জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে চুরি করবে না, আত্মসাৎ করবে না কথা দিলাম, ওয়াদা দিলাম আপনাদের।
একটি বারের জন্য সুযোগ দিয়ে দেখুন দাঁড়িপাল্লা সরকার কেমন কাজ করে।
মাওলানা আবুল খায়ের এর সভাপতিত্বে কামাল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাসউদ্দিন, মনিরুল ইসলাম, মাওলানা আবদুল গাফফার প্রমুখ।

