আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) লোকজ রিসোর্স সেন্টারে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে দিনব্যাপী লিংকেজ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন এফএইচ এসোসিয়েশন আমতলী উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ ছালেহ উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, জহিরুল ইসলাম, হীড বাংলাদেশের ম্যানেজার মো. আব্দুল মালেক, মৃদুল সরকার প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী দিনে যারা একই ধরনের কার্যক্রম পরিচালনা করবে, তাতে যেন কোন ধরনের ওভারল্যাপ বা পুনরাবৃত্তি না ঘটে। এছাড়া এনজিওগুলোর কার্যক্রমে সমন্বয়, তথ্য বিনিময় এবং এলাকার জনগণের সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

