Nabadhara
ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আমতলীর আঠারোগাছিয়া পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি

আমতলী (বরগুনা) প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ডা. আশরাফী আহমেদ এনডিসি।

বুধবার(২৮ জানুয়ারি )দুপুরে তিনি কেন্দ্রটির সার্বিক কার্যক্রম ও সেবার মান পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে এনএসএস ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত এক মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মীর সাজেদুর রহমান, বরিশাল বিভাগের পরিচালক মো. আবুল কালাম, বরগুনা জেলার উপপরিচালক মাহমুদুল হক আযাদ এবং সহকারী পরিচালক ইলিয়াস খান রানা। এছাড়া বক্তব্য দেন কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের প্রোগ্রাম ডিরেক্টর ডা. শেখ শাহেদ রহমান, এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না এবং আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন।

এ সময় বক্তারা মাতৃমৃত্যু কমানো, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, মাতৃমৃত্যু কমানো ও মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় এনএসএস’র আরএমএনসিএএইচ প্রকল্পের আওতায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে আঠারোগাছিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রটি সংস্কার করা হয়েছে। এতে এলাকার নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।