ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর–২ (কাউখালী, ভাণ্ডারিয়া ও নেছারাবাদ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভাণ্ডারিয়া বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল বহরসহ ভাণ্ডারিয়া বাজারে প্রচারণা শুরু করেন। এ সময় তিনি বাজারের বিভিন্ন গলি ও বিপণিবিতানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। ভোটারদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়নে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে তিনি ভোটারদের হাতে তার নির্বাচনী প্রতীক ‘ঘোড়া’ মার্কার লিফলেট তুলে দেন। গণসংযোগ চলাকালে পুরো বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে মাহমুদ হোসেন বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য নির্বাচন করছি। ভাণ্ডারিয়ার মানুষ দীর্ঘদিন যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে, তা বাস্তবায়ন করতেই আমি আপনাদের কাছে এসেছি।” তিনি আরও বলেন, “রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। ভাণ্ডারিয়ার মানুষ যেন সহজে শিক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পায়—সে জন্য আমি নিরলসভাবে কাজ করতে চাই। আপনাদের সমর্থনে ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে সুযোগ দিলে আমি আপনাদের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলব।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা শরিফ, পৌর বিএনপি নেতা হানিফ আল খলিফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহফুজুল ইসলাম উজ্জ্বল, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক তারেক আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।

