Nabadhara
ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আমতলী সরকারি কলেজের ৫৬তম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী সরকারি কলেজে শনিবার(৩১ জানুয়ারি )দিনব্যাপী ৫৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম। আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাসুদ রেজা, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গাজী আব্দুল মন্নান, হোসেন আহম্মদ, এম. এ. মন্নান, কলেজ প্রতিষ্ঠাতার ছেলে মেজবাহ উদ্দিন ফয়সল তালুকদার, সাবেক অধ্যাপক মো. আনোয়ার হোসেন আকন এবং অধ্যাপক রেহেনো মাহাবুব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আমতলী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মো. আশরাফুল ইসলাম বলেন, “পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব গুণ বিকাশে সহায়ক।”

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট, গান, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।