Nabadhara
ঢাকারবিবার , ১৪ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে দুর্বৃত্তের বিষে চিংড়ি চাষীর মাছ মরেছে,  দুই লক্ষাধিক টাকার ক্ষতি

MEHADI HASAN
নভেম্বর ১৪, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের দেয়া বিষে চিংড়ি মাছ মরে এক মৎম্য চাষীর দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতের যেকোনো সময় উপজেলার চরকান্দি এলাকায় হারুন হাওলাদার নামে এক মৎস্য চাষীর ঘেরে এ বিষ দেয়া ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এ অভিযোগের বিষয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
চরকান্দি গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক হারুন হাওলাদার জানান, গত ১১ তারিখে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তাদের ওয়ার্ডের সদস্য প্রার্থী চঞ্চলকে সমর্থন না করায় সে বিভিন্ন প্রকার ক্ষতি করবে মর্মে হুমকি প্রদান করে। তার হুমকি উপেক্ষা করে অপর প্রার্থী জুয়েলকে সমর্থন এবং তার পক্ষে কাজ করেন তিনি ও তার পরিবারের সদস্যরা। ওই নির্বাচনে পরাজিত হয়ে চঞ্চল নিজে অথবা তার সহযোগীদের মাধ্যমে তার পুকুরে বিষ দিয়ে এ ক্ষতি করেছেন। চঞ্চল ছাড়া অন্য কারো সঙ্গে সে বা তার পরিবারের কারও কোনো বিরোধ নেই বলেও জানান মৎস্য চাষী হারুন হাওলাদার। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

সংশ্লিষ্ট গাংনী পুলিশ ক্যাম্পের আইসি এসআই প্রদীপ কুমার রায় বলেন, রাতের অন্ধকারে কে বা কারা কৃষক হারুন হাওলাদারের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। তবে, নির্বাচন সংক্রান্ত বিরোধ নিয়ে চঞ্চল বা তার পক্ষের  দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বারবার মোবাইল করা হলেও রিসিভ না করায় চঞ্চলের বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।