Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় এতিমখানার শিশুদের মাঝে জ্ঞানের আলো পাঠাগারের কম্বল বিতরণ

Bayzid Saad
ডিসেম্বর ২৮, ২০২১ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া  প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার।
আজ মঙ্গলবার উপজেলার তারাশী গ্রামে নির্মিত জ্ঞানের আলো পাঠাগার চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক শিশুর হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, যুবলীগ নেতা লিটন শেখ, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সদস্য আজিজুল ইসলাম, সহ-সভাপতি নাহিদ হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, টিম লাইফ সাপোর্ট এর টিম লিডার রিফাত, রাশেদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে প্রতি বছর অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবার উপজেলার এতিমখানাগুলোর শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, শিক্ষা উন্নয়নের পাশাপাশি  আর্তমানবতার সেবায় একটি রোল মডেলে পরিণত হয়েছে জ্ঞানের আলো পাঠার। ফেসবুক ব্যবহার করে মানুষের কল্যাণে কাজ করা যায় তা দেখিয়ে দিয়েছে এই সংগঠনটি। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবা দেওয়ার মাধ্যমে জ্ঞানের আলো পাঠাগার তৈরী করেছে মানবতার জাগরণ। জ্ঞানের আলো পাঠাগার যেমন এতিমখানাগুলোর শিশুদের মাঝে কম্বল দিয়ে শীতের কষ্ট দূর করেছে তেমনি এই কাজের মাধ্যমে এই সংগঠনটি মানবতার কল্যাণে উজ্জ্বল দৃষ্ঠান্ত হয়ে থাকবে। সকলের উচিত জ্ঞানের আলো পাঠাগারের পাশে থেকে তাদের এই মানবিক কাজগুলোতে সার্বিক সহায়তা করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।