স্টাফ রিপোর্টার, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি ব্র্যাক এর উদ্দোগে কোভিড ১৯ করোনা ভাইরাস প্রতিরোধে কমিউনিটি সম্পৃক্তকরণ ও কমিউনিটি ক্লিনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা ব্র্যাক ভবনের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস, এস সাগর, বিশেষ অতিথি ছিলেন যুগান্তর ও দৈনিক পূর্বাঞ্চল এবং নবধারা প্রতিনিধি শফিকুল ইসলাম সাফা, শিক্ষক রেবা রানী বোস, এফ,পি,আই মোঃ আল আমিন লিটন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক কোভিড ১৯ প্রোগ্রাম ম্যনেজার অচিন্ত কুমার মন্ডল।
নবধারা/বিএস