নবধারা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনের হেলিপ্যাডে ম্যারাথনের উদ্বোধন হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন, যশোর সেনানিবাসের সদস্যরা ম্যারাথনটি পরিচালনা করেন। টুঙ্গিপাড়া উপজেলা হেলিপ্যাড থেকে ম্যারাথনটি শুরু করে ৫ কিলোমিটার অতিক্রম করে আবার সেখানে এসেই শেষ হয়। নারী-পুরুষ নির্বিশেষে অন্তত ২ হাজার প্রতিযোগী এ ম্যারাথনে অংশ নেন। পুরুষদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন টুঙ্গিপাড়ার আবু বক্কর শেখ, দ্বিতীয় স্থান অধিকার করেন তুহিন শেখ ও তৃতীয় স্থান অধিকার করেন মোঃ শাহিন। নারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন টুঙ্গিপাড়ার সেতু বিশ্বাস, দ্বিতীয় স্থান অধিকার করেন চিতলমারীর আবিদা এবং তৃতীয় স্থান অধিকার করেন টুঙ্গিপাড়ার রাজলক্ষ্মী বাহিন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমন্বয়কারী অফিসার ক্যাপ্টেন শাহাদাত হোসেন সৌরভ, সহ সমন্বয়কারী অফিসার ক্যাপ্টেন সালেহ আহমেদ জাকি, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দেদারুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, অফিসার ইনচার্জ এএফএম নাসিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।