নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের ৪ জন বিচারপতি।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় বিচারপতি এফ,আর,এম, নাজমুল আহসান, বিচারপতি এ, এন, এম বশির উল্লাহ; বিচারপতি জে,বি,এম,হাসান এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় গোপালগঞ্জের এন.ডি.সি মিলন সাহা, উপজেলা নির্বাহী অফিসার হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ দিদারল ইসলাম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এ,এফ এম নাসিম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস