Nabadhara
ঢাকাসোমবার , ২১ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দৌলতপুরে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু

MEHADI HASAN
মার্চ ২১, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সাব্বির আহমেদ শাওন,  খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীসহ নয়টি উপজেলায়  ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি করা হচ্ছে। দুপুর ১২ টা থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুক্রবার ব্যতীত সপ্তাহে ছয়দিন এ পণ্য ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে।
এ কার্যক্রমের অধীনে ১ লাখ ৯১ হাজার মানুষ সুলভমূল্যে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।কার্ডধারী ব্যক্তি ৪৬০ টাকার প্যাকেজে ১১০ টাকা দরে দু’লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা দরে দু’কেজি ডাল ও ৫৫ টাকা দরে দু’কেজি চিনি ক্রয় করতে পারবেন। প্রথমে খুলনা সিটি কর্পোরেশনের এক থেকে চার ওয়ার্ডে দু’হাজার মানুষের মাধ্যে ১৬ টি গাড়ির মাধ্যমে এ পণ্যগুলো বিক্রি করা হবে। প্রতিটি গাড়িতে এক হাজার কেজি চিনি, এক হাজার কেজি ডাল ও এক হাজর লিটার তেল দেওয়া হবে।বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির পণ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসার্ভিস মোহাম্মদ ইউসুফ আলী, টিসিবির আন্তলিক প্রধান মোঃআনোয়ার হোসেন,পৌর সমাজ কর্মী রবিউল মোর্শেদ,সেনেটারী ইন্সপেক্টর আনোয়ার হোসেন বুলবুল,কেসিসি সেনেটারী ইন্সপেক্টর মেহেদী হাসান,৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, ৬ নং ওয়ার্ড সভাপতি শেখ মুফিজুর রহমান হিরু,শাকিল বিন আলম,শহিদুল ইসলাম সেলিম,  সাংবাদিক আশিকুর রহমান, সাব্বির আহমেদ শাওন, মোঃ সুমন খান, আরমান শেখ, শেখ রুবেল সহ প্রমুখ।
সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে উপকার ভোগীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে। মহানগরীতে ৮৫ হাজার ও জেলায় ১ লাখ ৬ হাজার মানুষ এ কার্ডের মাধ্যমে উপকার ভোগ করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।