শফিকুল ইসলাম সাফা (স্টাফ রিপোর্টার) চিতলমারীঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
আজ সোমবার সকালে বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু এবং সাধারণ সম্পাদক এডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিনের নেতৃত্বে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তি যোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গলি জাতিকে একটি সুখি, সমৃদ্ধিশালী সোনার বাংলা উপহার দিতে চেয়ে ছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট স্বধীনতা বিরোধী খুনিরা জাতির পিতাকে হত্যার মধ্যদিয়ে সেই স্বপ্ন ভেঙ্গে চুর মার করে দিয়েছে। জাতির পিতার সেই স্বপ্ন তারই উত্তরসুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে এসেছে। ঠিক সেই সময় আবারও জামায়ত বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে।”
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু, এ্যাডঃ ফরিদ উদ্দিন, এ্যাডঃ আলি আকবর, ইদ্রিস আলী ইজারা দার, অধ্যক্ষ মোল্লা আঃ রউফ, সরদার সেলিম আহম্মেদ, কাজি মাহফুজুর রহমান, চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ফরিদা আক্তর লুচি, যুগ্ম- সম্পাদক বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফকরুল আলম, মনোয়ার হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সায়ীদ ডাবলু, নকিব নজিবুল হক, শেখ লেওকাত হোসেন লিটন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, চিতলমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, আলহাজ্ব মোহন আলী বিশ্বস, নিহার রঞ্জন সাহা, জেলা যুবলীগ আহবায়ক সরদার নাসির উদ্দিন, ছাত্রলীগ সভাপতি শেখ মনির হোসেন সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস