বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর বৃন্দ শপথ গ্রহণ করবেন।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলাধীন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান আগামীকাল বুধবার ২৪ ফেব্রুয়ারি বিকাল ৪ টা ৩০ মিনিটে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
শপথ পাঠ করাবেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।
শপথ বাক্য পাঠ এর উদ্দেশ্যে আজ ঢাকা গমনের প্রাক্কালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর বৃন্দ।
আজ মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের নেতৃত্বে তারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় টুঙ্গিপাড়া পৌরসভার নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের ৩ জন কাউন্সিলর ও সাধারণ আসনের ৯ জন কাউন্সিলর সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই বাছাই শেষে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল কে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ফয়জুল মোল্লা।
সংরক্ষিত ও সাধারণ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৩০ জানুয়ারি।
এ নির্বাচনে সংরক্ষিত ৩ টি আসনে নির্বাচিত হন ১,২,৬ নং ওয়ার্ডে রচনা বেগম, ৩,৪,৫ নং ওয়ার্ডে কুলসুম খানম এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে পাপিয়া বেগম।
সাধারণ আসনে ১ নং ওয়ার্ডে আলমগীর হোসেন, ২ নং ওয়ার্ডে কাজী দেলোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ডে মইনুল ইসলাম অপু, ৪ নং ওয়ার্ডে কাজী আরিফুজ্জামান, ৫ নং ওয়ার্ডে কাজী ফখরুল আলম, ৬ নং ওয়ার্ডে মোঃ ফায়েক শেখ, ৭ নং ওয়ার্ডে মোঃ চান মিয়া শেখ, ৮ নং ওয়ার্ডে মোঃ কেরামত মোল্লা, এবং সর্বশেষ ৯ নং ওয়ার্ডে মোঃ নাসির শেখ নির্বাচিত হন।
নবধারা/বিএস