নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচিত স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ১০ দিন পার হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।এ নিয়ে সাধারণ জনগনের ক্ষোভ বাড়ছে।
গত ১৪ ফেব্রুয়ারি স্কুল ছাত্রীকে চেতনা নাশক দিয়ে ধর্ষণ করে মিতুল মল্লিক (২২)। তাকে এ সময় সহযোগিতা করে মিতুলের বন্ধু রাজিব শেখ (২৩) ও রসুল খান (২১)। গত ২০ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া থানায় মেয়েটির বাবা বাদী হয়ে ৩ জনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন। রাজনৈতিক আবরনে ধামাচাপা দেয়ার চেষ্টা চললে ২২ ফেব্রুয়ারি তার সহপাঠীরা মানববন্ধন করতে রাস্তায় নেমে আসেন।এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় এলাকাবাসী যোগ দিলে এ বিচারের দাবিটি সর্বসাধারণের দাবিতে পরিণত হয়।মানববন্ধনে এসে টঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন ও টুঙ্গিপাড়ার মেয়র শেখ মোজাম্মেল হক টুটুল ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দেন। ধর্ষণের সহযোগী রাজিব শেখ টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শেখ শুকুর আহম্মেদের পুত্র।
এদিকে ধর্ষকের সহযোগী রাজিব শেখ অজ্ঞাত স্থান থেকে তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে।এ সময় তাকে মসজিদে দাড়িয়ে কোরআন শরীফ হাতে কান্না করে নিজেকে নির্দোষ দাবী করেন।
টুঙ্গীপাড়া থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম নবধারা কে বলেন, আমরা আসামীদের গ্রেফতারের বিষয়ে আশাবাদি, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।খুব তাড়াতাড়ি আমরা আসামিদের ধরতে পারবো।
নবধারা/ এমএইচ০০৭
এখোন ও কেন ধরা হয়নি নেতাবর্গের ছেলে সেজন্য কিন্তুু মেয়েটির জীবন টা তো তষনস হয়ে গেল ফিরবে কি তার জিবনের কান্না পুলিশে না দিয়ে জনগনের হাতে দিয়ে দিন।