মোঃ জিহাদুল ইসলাম, ( কালিয়া) নড়াইল প্রতিনিধিঃ
আজ ২ মার্চ জাতীয় ভোটার দিবস। দেশে তৃতীয়বারের মতো পালিত হতে যাচ্ছে এ দিবস। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে কালিয়া উপজেলা নির্বাচন অফিস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’।
করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে কর্মসূচি কিছুটা সীমিত রাখা হয়। এ দিনটিতে ২০২০ সালের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে কালিয়া উপজেলা নির্বাচন অফিস চত্বর হতে সকালে বেলুন উড়িয়ে ভোটার দিবস উদযাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর কালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, উপজেলা নির্বাচন অফিসার বিশ্বাস সুজন কুমার, পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, সালামাবাদ ইউপি চেয়ারম্যান শামীম আহম্মেদ, কালিয়া থানার ওসি(তদন্ত) হারুনুর রশীদ সহ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকবৃন্দ।
নবধারা/ এমএইচ০০৭