নবধারা প্রতিনিধিঃ
আগামীকাল শনিবার ৬ মার্চ গোপালগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল প্রতিকুলতা পেরিয়ে নির্বাচনে ইলিয়াস-কামিল পরিষদ ২৫ টি পদে এবং আবুল-লিকু পরিষদ ১৯ টি পদে প্রতিদ্বন্দিতা করছে।
জানা গেছে আবুল-লিকু পরিষদ ২৫ টি পদে প্রার্থী দিলেও ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। দ্বিবার্ষিক (২০২১-২৩) এই নির্বাচনে মোট ২৮৮ জন ভোটার ভোট প্রদানের সুযোগ পাবেন। জেলা শহরের শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ন করতে এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। একই সাথে দুটি প্যানেলের দুইজনকে দায়িত্ব প্রদান করা হয়েছে যাতে নির্বাচন পরিচালনার কাজ নির্বিঘ্নে করা যায়।
আবুল-লিকু পরিষদের সভাপতি প্রার্থী সৈয়দ আবুল হোসেন নবধারা কে বলেন,‘আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে দেখা করে নির্বাচন যাতে শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয় সে আবেদন জানিয়েছি’। নির্বাচন নিয়ে আলাপ করা হলে ইলিয়াস-কামিল পরিষদের সভাপতি প্রার্থী ইলিয়াস হোসেন বলেন,‘নির্বাচন শান্তিপূর্ণ হোক সে কামনা করি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে দেখা করে নির্বাচনকে সুষ্ঠ করার আবেদন করেছি’।