শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যািদয়ে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় প্রথমে শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ, উপ-জেলা পরিষদ, উপজেলা প্রসাশন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, চিতলমারী উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দিনটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ অডিটরিয়মে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ইউএনও মো: লিটন আলীর সভাপতিতে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, প্রধান আলোচক উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান,সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ বাবুল মিয়া, থানার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক,উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাবুল হোসেন খান,কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার,বীর মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন শিক্ষা অফিসার মো: আমিল হক।