শফিকুল ইসলাম সাফা,চিতলমারী:
করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একবর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মো: লিটন আলীর সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম,সমাজ সেবা কর্মকর্তা আবু মুসা, উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী হেলেনা পারভীন,মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।