মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া(নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া থানা পুলিশ গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাইম শেখ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। নাইম উপজেলার শুক্তগ্রামের অহিদ শেখের ছেলে। ওই ঘটনায় কালিয়া থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সুত্রে খবর পেয়ে কালিয়া থানার ওসি সেখ কনি মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ওইদিন রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কাঞ্চনপুর খেয়াঘাটে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাইমকে গ্রেপ্তার করে। ইয়াবা উদ্ধারের ঘটনায় কালিয়া থানার পুলিশ পরিদর্শক মো. আমান উল্লাহ আলবারি বাদি হয়ে একজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেছেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। তার সহযোগীদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।