নবধারা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতিয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জ পৌরসভা আলোকচিত্র প্রদর্শনীর উদ্ধোধন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভা ১৭ মার্চ হতে ২৮ মার্চ পযন্ত ১০ দিন ব্যাপি এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা উপস্থিত থেকে আজ বুধবার বিকাল সাড়ে তিনটায় এ প্রদর্শনীর উদ্ধোধন করেন। গোপালগঞ্জ পৌরপার্কে এ আলোকচিত্র প্রদির্শনীর আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও পারিবারিক জীবনের শতাধিক দূর্লভ ছবি প্রদর্শিত হয়েছে।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, পৌর কাউন্সিলরগণ ও স্থানীয় গন্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবধারা/ এমএইচ০০৭