Nabadhara
ঢাকাশনিবার , ৫ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বাংলাদেশ জাসদের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

নগরকান্দা ( ফরিদপুর ) প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

এ উপলক্ষে আজ বিকেল চারটায় শহরের মহিম ইন্সটিটিউশন হল রুমে  জাসদের সাধারণ সম্পাদক নুর ইয়াহিয়া মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমরেড আশরাফ উদ্দিন তারা, অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জাসদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার গুহ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সজল কুমার দাস, অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ সভাপতি সাহাবুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর কমিটির সভাপতি মোহাম্মদ আলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহরিয়ার শাহীন, ফরিদপুর পৌরসভা ৯ নং ওয়ার্ড জাসদের সাধারণ সম্পাদক  রতন সরকার, ১২ ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ঝরু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সময় বক্তারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জাসদের ভূমিকা তুলে ধরে আলোচনা করেন। এছাড়া  অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সমাজতান্ত্রের সংগ্রামকে ‌ বেগবান করার আহ্বান  জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে জাসদের প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে এক মিনিট  নীরবতা পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।