বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মহান মুক্তিযুদ্ধে সাহায্যকারী, বঙ্গবন্ধু ও স্বাধীনতার স্ব-পক্ষে বিশ্বমত গড়ে তোলা বন্ধু প্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তাকে বহন করা হেলিকপ্টারটি ১১ টা ২১ মিনিটে টুাঙ্গপাড়ার মাটি স্পর্শ করে। এরপর তিনি বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
আজ শনিবার ২৭ মার্চ বেলা ১১ টা ৩৯ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধে একটি গাছের চারা রোপণ করেন।
এর আগে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেছেন। এরপর নরেন্দ্র মোদী টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দির মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান হরিচাঁদ ঠাকুরের বাড়িতে পৌঁছে সেখানে পূঁজা আর্চনা করবেন।
পরে তিনি ঠাকুর বাড়ীর সদস্য ও মঁতুয়া নেতাদের সাথে মত বিনিময় করবেন। সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নবধারা/বিএস