কাশিয়ানী প্রতিনিধি:
বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করায় সারাদেশের ন্যায় গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা প্রশাসনের উদ্যেগে আনুষ্ঠানিক ভাবে রোববার উপজেলা চত্ত্বরে শুরু হয়েছে উন্নয়ন মেলা। মেলা উপলক্ষ্যে একটি বর্ন্যাঢ্য র্যালী উপজেলা সদরে প্রদিক্ষণ শেষে উপজেলা চত্তরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে হাসপাতালের তত্ববধায়ক ডাঃ তাপস বিশ্বাস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, মৎস্য অফিসার শাহাজান সিরাজ, অফিসার ইনচার্জ আজিজুর রহমান, ইন্সেপেক্টর ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মশিউর রহামান খান, প্রেসক্লাবের সভাপতি মুনশী ওয়াহিদুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।
উন্নয়ন মেলায় মোট ২০ টি স্টল স্থান পেয়েছে বক্তব্য রাখেন।