নবধারা প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলাম হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন পালিত হয়েছে। গোপালগঞ্জ শিল্পকলা একাডেমি এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
আজ বুধবার ৩১ মার্চ বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন করে শিল্পকলা একাডেমির কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষক ও শিল্পীবৃন্দ।
মানবন্ধন চলাকালে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক খোন্দকার এহিয়া খালেদ সাদি, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, সংগীত প্রশিক্ষক শাহনাজ রেজা এ্যানী প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামের হত্যারকারীকে গ্রেপ্তারের পাশাপাশি দেশের শিল্প সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এবং কর্মকর্তা কার্মচারীদের নিরাপত্তা ও চাকরীর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।