1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

স্বরূপকা‌ঠি‌তে ইউএনওর অ‌ফিস থে‌কে সাংবা‌দি‌কের মোবাইল গা‌য়েব, ৯ দি‌নেও উদ্ধার হয়‌নি

Reporter Name
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ১৬১৩ জন নিউজটি পড়েছেন।

 মোঃ আসাদুজ্জামান আসাদ,স্বরূপকা‌ঠি প্রতিনিধিঃ

স্বরূপকা‌ঠি উপ‌জেলার সর্বত্র মোবাইল চু‌রির ঘটনা প্র‌তি‌দিন বে‌ড়েই চল‌ছে ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।চু‌রি হ‌য়ে যাওয়া মোবাইল মা‌লিকরা প্র‌তি‌নিয়ত সমস্যার সন্মুখীন হ‌চ্ছে ব‌লে জানা যায়। এ ব্যাপা‌রে স্বরূপকা‌ঠি থানায় একা‌ধিক জি‌ডি হ‌লেও তার নেই কো‌নো কার্যকা‌রিতা ব‌লে জানান ভুক্ত‌ভো‌গিরা।প্র‌তি মা‌সে থানায় ১৫ থে‌কে ২০ টি মোবাইল চু‌রির জি‌ডি হ‌লেও উদ্ধার হওয়া মোবাই‌লের সংখ্যা হা‌তে গোনা ব‌লে জানান স্বরূপকা‌ঠি থানার নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক এক কর্মকর্তা।

একা‌ধিক ভুক্ত‌ভোগী ব‌লেন ক্ষ‌তিগ্রস্তরা থানায় জি‌ডি ক‌রলেও এ বিস‌য়ে তেমন একটা কার্যকা‌রিতা দেখা যায়না পরব‌র্তি সম‌য়ে। এ‌দের সা‌থে একাত্মতা প্রকাশ ক‌রে স্বরূপকা‌ঠি উপ‌জেলায় কর্মরত একাত্তর বাংলা টি‌ভির প্র‌তি‌নি‌ধি মোঃ তু‌হিন আহসান ব‌লেন আমার ভি‌ভো ওয়াই এই‌ট্টি ওয়ান এন‌ড্রো‌য়েট মোবাইল ১৬/২/২০১৯ তা‌রি‌খে চু‌রি হ‌য়ে যায়।আ‌মি ১৭/২/২০১৯ তা‌রি‌খে থানায় গে‌লে তারা আমা‌কে সাধারন ডায়রী করার পরামর্শ দেয়। ৬৯৮ নম্ব‌রে সাধারন ডায়রী ক‌রে মোবাইল ফেরত পাওয়ার অ‌পেক্ষায় এখনো আ‌মি।এ‌দি‌কে গত ১ মার্চ দ্যা নিউজটু‌ডে প‌ত্রিকার পি‌রোজপুর জেলা প্র‌তি‌নি‌ধি মোঃ আসাদুজ্জামা‌নের এক‌টি ওয়ালটন প্রি‌মো HM4 এন‌ড্রো‌য়েট সেট উত্তর কৌ‌রিখাড়া বি‌সিক সংলগ্ন শিমুল তলায় মোঃ জ‌সি‌মের মা‌য়ের আদর দোকান থে‌কে দুপুর ১ টায় চু‌রি হ‌য়ে যায়।

এ ব্যাপা‌রে আসাদ চু‌রির মামলা করার জন্য থানায় গে‌লে অফিসার ইনচার্জ মামলা না ক‌রে জি‌ডি করার পরামর্শ দেন।৩ মার্চ ২০২১ তা‌রি‌খে ১৩৩ নম্ব‌রে এক‌টি জি‌ডি ক‌রে সে চ‌লে আ‌সে। অাসাদ জানান ওই একই দি‌নে স্বরূপকা‌ঠি পৌরসভার এক বা‌সিন্দার মোবাইল হা‌রি‌য়ে যাওয়ায় আরও এক‌টি জি‌ডি হয়।এ‌দি‌কে সর্ব‌শেষ দৈ‌নিক সুন্দরবন প‌ত্রিকায় কর্মরত সাংবা‌দিক আ‌নোয়ার হো‌সে‌নের সি‌ম্ফোনী আই টেন প্লাস ‌মোবাইল সেট খোদ নেছারাবাদ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোশা‌রেফের কক্ষ থে‌কে হা‌রি‌য়ে যায় ২২ মার্চ ২০২১ তা‌রি‌খে। রু‌মের বা‌হি‌রে লাগা‌নো সি‌সি ক্যা‌মেরায় মোবাইল নি‌য়ে ভিত‌রে প্র‌বেশ করার ছ‌বি দেখা গে‌লেও টিএনওর রুম থে‌কে মোবাইল কোথায় গে‌লো তা আর দেখা যা‌চ্ছেনা। আনোয়ার আ‌রো ব‌লেন উপ‌জেলা সর্বোচ্চ কর্মকর্তা তা‌কে জানান তার রু‌মে সি সি ক্যা‌মেরা লাগা‌নো নেই তাই মোবাইল‌টি কার হা‌তে গে‌ছে তা আর দেখা যায়‌নি।আ‌নোয়ার ব‌লেন আ‌মি ২৪ মার্চ ২০২১ তা‌রি‌খে ১২৯৭ নম্ব‌রে থানায় জি‌ডি ক‌রি। এ‌দি‌কে খোদ ইউ্এন ও অ‌ফিস থে‌কে মোবাইল খোয়া যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগ‌ছেন মোবাইল ব্যবহারকা‌রিরা।

ইউএনওর রুম থে‌কে মোবাইল খোয়া যাওয়ার ব্যাপা‌রে উপ‌জেলা ভাইস চেয়ারম্যান রনী দত্য জয় ব‌লেন উপ‌জেলার স‌র্বোচ্চ কক্ষ থে‌কে সাংবা‌দি‌কের মোবাইল খোয়া যাওয়া কো‌নোভা‌বেই ভা‌লো লক্ষন নয়।জনগন আমা‌দের কাছ থে‌কে নিরাপত্তাহীন হ‌য়ে গে‌লে তারা যা‌বে কোথায় ব‌লেও তি‌নি প্রশ্ন রা‌খেন। এই জনপ্র‌তি‌নি‌ধি ব‌লেন আ‌মি আশা কর‌বো অ‌তি দ্রুততার স‌হিত এ সমস্যা সমাধান করা হ‌বে স্বরূপকা‌ঠি‌তে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION