শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জনগনের সূলভ প্রাপ্তির লক্ষ্যে “মুজিব বর্ষে শপথ নেবো জাটকা নয় ইলিশ খাবো” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ আজ ৪ এপ্রিল রবিবার থেকে শুরু হয়েছে।
আগামী ১১ এপ্রিল পর্যন্ত এই সপ্তাহটি পালিত হবে। এ উপলক্ষ্যে রবিবার উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে একটি র্যালী বের হয়।
এসময় চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও মোঃ লিটন আলী, সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম জিল্লুর রহমান রিগান, কৃষি কর্মকর্তা ঋতু রাজ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস