নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনার কারণে কর্মহীন মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়ন পরিষদে এই ত্রাণ বিতরণ করা হয়।এতে প্রতি পরিবার কে ২০ কেজি করে চাউল দেওয়া হয়েছে।
এ সময় পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিলন মোল্লা, উপজেলা প্রকল্প কর্মকর্তা ও পাটগাতী ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আসলাম সরদার, ইউপি সদস্য মোঃ জাবের বিশ্বাসও মাহামুদ বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।