নবধারা প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার নাতি সামা হোসাইন ও তাইকা লিলি রেহানা সিদ্দিকীর জন্মদিন উদযাপন করেছে টুঙ্গিপাড়ার শেখ রাসেল দুস্থ্য শিশু ও পুর্নবাসন কেন্দ্রের মেয়েরা।
গতকাল রবিবার রাতে শেখ রাসেল দুস্থ্য শিশু ও পুর্নবাসন কেন্দ্রে বিভিন্ন আযোজনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় শেখ পরিবারের সদস্য বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সামা হোসাইন ও তাইকা লিলি রেহানা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া কবিতা আবৃত্তি, সংগিত ও নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে প্রত্যেক অংশগ্রহনকারীর হাতে পুরস্কার তুলে দেন সাংসদ শেখ তন্ময়।
এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম, কৃষক লীগের সভাপতি মোঃ মিলন মোল্লা, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আশিকুর রহমান বশার, যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি, সাধারন সম্পাদক বি এম মাহামুদুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাস সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।