টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
আসন্ন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ফইজুল মোল্লার নিকট দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খয়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপরে ৯ টি ওয়ার্ডের পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীরা তাদের প্রার্থীতার ফরম জমা দেন।
উল্লেখ্য আগামী ৩০ শে জানুয়ারি টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।